চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কিছু মালামাল পুড়ে গেছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টা ১০ মিনিটে বন্দরটিলা এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে।
এদিকে খবর পেয়ে ইপিজেড ফায়ার স্টেশনের দুটি গাড়ি গিয়ে ১২টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের (আগ্রাবাদ) উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘টিসিবির ওই গোডাউনে আগুন লাগার খবর পাওয়ার পরপরই একটি ইউনিটের দুটি গাড়ি গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত কীভাবে হলো তা তদন্তাধীন।’