কুমিল্লার চৌদ্দগ্রামে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে আগুনে পুড়ে মো. আব্রাহাম খলিল (৪) নামের বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাশিনগর ইউনিয়নের জয়মঙ্গলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্রাহাম খলিল উপজেলার কাশিনগর ইউনিয়নের জয়মঙ্গলপুর গ্রামের মো. সালেহ আহমেদের ছেলে।
আজ সোমবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন কুমিল্লার সদর দক্ষিণ থানার চৌয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মীর মোহাম্মদ মারুফ।
স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় সালেহ আহমেদের ঘরে থাকা ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ ঘটে। এ সময় ঘরে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা দেখে শিশু ইব্রাহিম ভয়ে ঘরে খাটের নিচে লুকিয়ে থাকে। খবর পেয়ে পাশের সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ইব্রাহিম দগ্ধ হয়ে মারা যায়।
কাশিনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন বলেন, ঘরের মধ্যে লুকিয়ে থাকায় শিশুটি দগ্ধ হয়ে মারা গেছে।
চৌয়ারার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মীর মোহাম্মদ মারুফ বলেন, ‘ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। পরে খাটের নিচ থেকে পুড়ে যাওয়া শিশুটির মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে আজ সোমবার দুপুরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জণ চাকমা আগুনে শিশুটি মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেন।