হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভূমিকম্প আতঙ্কে চবি হলের দোতলা থেকে শিক্ষার্থীর লাফ

চবি প্রতিনিধি

ভূমিকম্প চলাকালে আতঙ্কিত হয়ে দোতলা থেকে লাফ দিয়ে আহত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্র।

জানা গেছে, আজ শুক্রবার ভোর পৌনে ৬টার দিকে যখন ভূমিকম্পে সারা দেশ কেঁপে ওঠে, তখন বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের আবাসিক ছাত্র হোসাইন আহমেদ আতঙ্কে দোতলা থেকে লাফ দেন। তিনি রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র এবং আলাওল হলের ২০২ নম্বর রুমের বাসিন্দা। 

হোসাইন আহমেদ বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের হলগুলোর মধ্যে আলাওল সবচেয়ে পুরোনো বলে জানি। তাই হলের স্থায়িত্ব নিয়ে সন্দেহ ছিল। হঠাৎ চেঁচামেচিতে ঘুম ভেঙে গেলে দেখি সবকিছু নড়ছে। আর হলের যে অংশে থাকি, সেখান থেকে সহজে নামার কোনো পথও ছিল না। তাই আমি দোতলা থেকে লাফ দিয়েছি। এতে কোমরে প্রচণ্ড ব্যথা পাই।’ 

হোসাইন আহমেদ আরও বলেন, ‘ব্যথার চিকিৎসা নিতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গেলে ডাক্তার প্রাথমিকভাবে পেইনকিলার খেতে বলেছেন। একটি এক্স-রে করানোর পরামর্শ দিয়েছেন।’ 

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব বলেন, ‘আমরা ওই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। সে কোমরে ব্যথা পেয়েছে। এক্স-রে করলে বিস্তারিত জানা যাবে।’

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ