হোম > সারা দেশ > কক্সবাজার

দেড় ঘণ্টার চেষ্টায় রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে, পুড়ল ২ শতাধিক ঘর

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে দুই শতাধিক ঘর ও এনজিও সংস্থার স্থাপনা পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। 

আজ শনিবার বেলা ১টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলা ১৩ নম্বর ক্যাম্পের ডি-৩ ব্লকে এ ঘটনা ঘটে। এর আগে গত ২৪ মে একই ক্যাম্পে অগ্নিকাণ্ডে তিন শতাধিক ঘর, দোকানপাট ও বিভিন্ন স্থাপনা পুড়ে যায় বলে জানান সংশ্লিষ্টরা। 

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত করে জানাতে পারেননি তিনি। 

স্থানীয়দের বরাতে ডিআইজি আমির জাফর বলেন, ‘দুপুরে রোহিঙ্গা ক্যাম্পের কাঁঠালতলী বাজারে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন কাঁঠালতলী বাজারসহ ক্যাম্পের আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এপিবিএন পুলিশ তাৎক্ষণিক উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনকে অবহিত করে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, এপিবিএন ও স্বেচ্ছাসেবকদের দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।’ 

তিনি বলেন, প্রাথমিকভাবে দুই শতাধিক রোহিঙ্গাদের ঘর ও এনজিও সংস্থার কেন্দ্র পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। হতাহতের খবর পাওয়া যায়নি।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ