হোম > সারা দেশ > বান্দরবান

মিয়ানমারের ভেতরে আবারও গোলাগুলি, আতঙ্কে নাইক্ষ‍্যংছড়ি সীমান্তের মানুষ

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ি উপজেলার তমব্রু সীমান্তে মিয়ানমারের ভেতরে গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ওই সীমান্তে থেমে থেমে ১১-১২ রাউন্ড গুলি ছোড়ার শব্দ শুনেছেন স্থানীয় বাসিন্দারা। এতে তাঁদের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। 

গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ‘গতকাল সন্ধ্যায় তমব্রু পয়েন্টে কয়েক রাউন্ড গুলি ছোড়ার আওয়াজ শোনা গেছে। এই ঘটনায় বিজিবি সজাগ রয়েছে। বিশেষ করে তমব্রু সীমান্তে বিজিবি সদস্যরা মিয়ানমার থেকে আসা চোরাই পণ্য পাচার রোধে সতর্ক এবং কঠোর নজরদারিতে রয়েছেন।’ 

তমব্রু বাজারের ব্যবসায়ী আলী আকবর ও মো. কামাল জানান, তাঁরা ইফতার শেষ করে গরমের কারণে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় হঠাৎ মিয়ানমারের ভেতর থেকে কিছুক্ষণ পরপর ১১-১২ রাউন্ড গুলি ছোড়ার শব্দ শুনতে পান, এ সময় তাঁদের মনে আতঙ্ক তৈরি হয়। 

তমব্রু এলাকার কয়েক ব্যক্তি বলেন, ‘সীমান্ত থেকে মিয়ানমারের একটু ভেতরে অনেক দিন ধরে অবস্থান নিয়ে আছে দেশটির বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির সদস্যরা। ধারণা করা হচ্ছে, আরাকান আর্মি বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে সীমান্ত এলাকায় ঘোরাঘুরির সময় দেশটির সরকারি বাহিনী টের পেলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে তমব্রু এলাকায় মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়।’ 

তমব্রু সীমান্তে মিয়ানমারের ভেতরে গোলাগুলির শব্দ শুনেছেন বলে জানান নাইক্ষ‍্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির আজিজ। তিনি বলেন, ‘গুলি ছোড়ার আওয়াজ শুনে অনেকে আতঙ্কিত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এর আগেও এই সীমান্তের শূন্যরেখা বেশ কয়েকবার গোলাগুলির ঘটনা ঘটে।’

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য

চট্টগ্রামে কুকুরকে গাড়িচাপায় হত্যা, ডিসি বাসভবনের প্রহরীসহ ২ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

চাঁদাবাজি নিয়ে নৌ উপদেষ্টার বক্তব্যের ব্যাখ্যা চাইলেন চসিক মেয়র

চট্টগ্রাম বন্দরে অফডক বন্ধের কর্মসূচি থেকে সরলেন ডিপোমালিকেরা

বাবাকে মারধরের অভিযোগ এমপি প্রার্থীর বিরুদ্ধে