হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটিতে পজিটিভ সংখ্যা কমলেও বেড়েছে শনাক্তের হার

প্রতিনিধি, রাঙামাটি

রাঙামাটিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১৪ জন শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৩৫ দশমিক ৯ শতাংশ। গতকাল শুক্রবার ৩৯ জনের নমুনা পরীক্ষা করে এ ফল পাওয়া যায়। এতে শনাক্তের হার ৩৫ দশমিক ৯ শতাংশ। 

হাসপাতাল থেকে পাওয়া এক প্রতিবেদনে আক্রান্তদের মধ্যে ৭ জন রাঙামাটি সদর উপজেলার বাসিন্দা। বাকি তিনজন কাউখালীর এবং বরকল ও নানিয়ারচরে দুজন শনাক্ত হয়েছেন।

এর আগের দিন বৃহস্পতিবার শনাক্ত হয় ৪২ জন। এতে শনাক্তের হার ছিল ৩২ দশমিক ৫৮ শতাংশ।

এ পর্যন্ত জেলায় নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৮৬৫ জনের। এর মধ্যে পজিটিভ শনাক্ত হয় ৩ হাজার ৪শ ৭২ জন। এ হিসেবে জেলায় সামগ্রিক করোনা শনাক্তের হার ১৮ দশমিক ৪ শতাংশ। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৩১ জন। 

করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ১ লাখ ১ হাজার ৪৩৬ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৯ হাজার ৭৭ জন। রাঙামাটি সরকারি কলেজ হাসপাতালের অস্থায়ী আইসোলেশন সেন্টারে ভর্তি হয়ে সেবা নিচ্ছে ১৩ জন রোগী। ৮০৬ জন রোগী হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।

জেলা করোনা ফোকাল পারসন ডা. মোস্তফা কামাল বলেন, উপসর্গ পরিবর্তন হতে পারে সে হিসেবে ওষুধেরও পরিবর্তন বা নতুন ওষুধ যোগ হবে। ঘরে থাকা রোগীদের অক্সিজেন মাপতে হবে। যার অক্সিজেন লেভেল কমে যাবে তাকে আইসোলেশন সেন্টারে আসতে হবে। সে জন্য রাঙামাটির সবাইকে ০১৭৩০৩২৪৭৭৫ নম্বরে যোগাযোগ করতে হবে। 

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি