হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে পাহাড়ধসে আরেক শিশুর মৃত্যু, এক দিনে মারা গেল ৪ জন

কক্সবাজার প্রতিনিধি

টানা ভারী বর্ষণে কক্সবাজার শহরে পাহাড়ধসে মীম জান্নাত (১৩) নামের আরেক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের সৈকতপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মীম কক্সবাজার পৌরসভার সৈকতপাড়ার মোহাম্মদ সেলিমের মেয়ে। এর আগে সদরের পৃথক স্থানে দুই নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত তিন সপ্তাহে কক্সবাজারে পৃথক পাহাড়ধসের ঘটনায় ১৮ জনের মৃত্যু হলো। এর মধ্যে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে এক দিনে ১০ জনের মৃত্যু হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে আজকের পত্রিকাকে তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে ভারী বর্ষণের সময় সৈকতপাড়ায় পাহাড়ধসে স্থানীয় বাসিন্দা সেলিমের ঘর চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত সেখানে গিয়ে স্থানীয়দের সহায়তায় তিনজনকে আহত অবস্থায় এবং মাটি সরিয়ে শিশু মীমের লাশ উদ্ধার করেন।

ওসি রকিবুজ্জামান আরও বলেন, গত বুধবার মধ্যরাত থেকে কক্সবাজার শহরে টানা মাঝারি ও ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে শহরের সিকদার বাজার, এবিসি ঘোনা ও দুপুরে সদরের ঝিলংজা ইউনিয়নের মুহুরীপাড়ায় পাহাড়ধসে এক নারীর মৃত্যু হয়।

এর আগে গত ৩ জুলাই উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরের দুটি ক্যাম্পে পাহাড়ধসে দুজনের মৃত্যু হয়েছে। ১৯ জুন উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির ও আশপাশের কয়েকটি জায়গায় পাহাড়ধসে আটজন রোহিঙ্গা ও দুই বাংলাদেশি নিহত হন। এ ঘটনার দুই দিন পর ২১ জুন ভোরে কক্সবাজার শহরের বাদশাঘোনা এলাকায় পাহাড়ধসে ঘুমন্ত স্বামী-স্ত্রী নিহত হন।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ