হোম > সারা দেশ > চট্টগ্রাম

অটোযাত্রী তরুণীকে ভুল পথে নিয়ে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তার ২

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রতীকী ছবি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী এক তরুণীকে ভুল পথে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন অটোরিকশাচালক মো. ফোরকান (২৫) ও তাঁর সহযোগী মো. হানিফ (৩২)। গতকাল বুধবার রাতে আনোয়ারা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ফোরকান উপজেলার বটতলী ইউনিয়নের পূর্ব বরৈয়া গ্রামের মো. সোলাইমানের ছেলে এবং মো. হানিফ একই এলাকার মঞ্জুরুল ইসলামের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল আনোয়ারার কেইপিজেডের ১১ নম্বর গেট এলাকা থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন ওই তরুণী। কিছু দূরে গিয়ে তিনি বুঝতে পারেন, তাঁকে সঠিক গন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছে না। এ সময় তিনি নেমে যেতে চাইলে চালক ও তাঁর সহযোগী অটোরিকশা না থামিয়ে একটি নির্জন এলাকায় নিয়ে যান। চাকা নষ্ট হওয়ার কথা বলে অটোরিকশা দাঁড় করিয়ে চালক ও তাঁর সহযোগী তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে অটোরিকশা থেকে লাফ দেন তরুণী। এতে রাস্তায় পড়ে তাঁর নাক-মুখ থেঁতলে যায় ও একটি দাঁত ভেঙে যায়। পরে তিনি সেখান থেকে পালিয়ে পাশের একটি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। সন্ধ্যায় ওই তরুণী থানায় মামলা করলে পুলিশ রাতেই দুজনকে গ্রেপ্তার করে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘তরুণীর কাছ থেকে অভিযোগ পেয়ে আমরা রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করি। দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু