নোয়াখালীর হাতিয়ায় ফারজানা বেগম (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে ভুক্তভোগীর স্বামী পলাতক রয়েছেন।
আজ রোববার সকালে উপজেলার চরকিং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শুল্যকিয়া গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ফারজানা বেগম ওই গ্রামের মো. জাহেদ উদ্দিনের স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, রাতে ফারজানা স্বামী নদীতে মাছ ধরতে যান। রাতে শাশুড়ি সঙ্গে কথা বলে শোয়ার কক্ষে ঘুমাতে যান ফারজানা। সকালে শাশুড়ি ডাকতে গেলে তাঁর মরদেহ ঝুলে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এসে পুলিশকে জানায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি জানান, ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।