চট্টগ্রামে মাদক মামলায় দুজনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আজ সোমবার জেলা দায়রা জজ আজিজ আহমদ ভূঞা এই রায় দেন। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন মো. মোক্তার হোসেন (৩৫) ও সাইফুল ইসলাম (৩৬)। তারা উভয়ে চট্টগ্রামের ভুজপুর থানার হলুদিয়া গ্রামের বাসিন্দা। এদের মধ্যে মোক্তার হোসেন পলাতক রয়েছেন।
আদালতের পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘২০২২ সালে ১৫ ফেব্রুয়ারি চট্টগ্রামে ভুজপুরে ২৪৮ বোতল ফেনসিডিলসহ আসামিরা র্যাবের হাতে আটক হন। এই ঘটনায় ভুজপুর থানায় র্যাব বাদী হয়ে একটি মামলা করেন। ওই বছরের এপ্রিলে পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিলে বিচার কার্যক্রম শুরু হয়। এই মামলায় মোট সাক্ষী ছিলেন ১০ জন। রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত করতে সক্ষম হওয়ায় আজ (সোমবার) আদালত তাঁদের দোষী সাব্যস্ত করে এই রায় দেন।’