হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে পুকুরে ডুবে পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু

ফেনী প্রতিনিধি

সাইফুল ইসলাম রাজু। ছবি: সংগৃহীত

ফেনীতে পুকুরে গোসল করতে নেমে সাইফুল ইসলাম রাজু (২২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১টার দিকে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

রাজু ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল টেকনোলজির প্রথম পর্বের শিক্ষার্থী ছিলেন। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার শফিকুর রহমানের ছেলে।

নিহত শিক্ষার্থীর সহপাঠীরা জানান, দুপুরে মাঠে ফুটবল খেলার পর বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামেন রাজু। তবে সাঁতার না জানায় তিনি পানিতে ডুবে যান। পরে বন্ধুরা তাঁকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন। পুকুরে খোঁজার সময় একজনের পায়ে ধাক্কা লাগলে রাজুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এরপর ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ফেনী পলিটেকনিকের মেকানিক্যাল টেকনোলজির সপ্তম পর্বের শিক্ষার্থী কামরুল ইসলাম বলেন, ‘ক্যাম্পাসেই ছিলাম। হঠাৎ খবর আসে রাজু পানিতে ডুবে গেছে। খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. রায়হান উদ্দিন চৌধুরী জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নিতে বলা হলেও শিক্ষার্থীরা আপত্তি জানান।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামজুজ্জামান বলেন, ‘ফুটবল খেলার পর পুকুরে গোসল করতে নেমে সাঁতার না জানায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হবে।’

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই