হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে পুকুরে ডুবে পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু

ফেনী প্রতিনিধি

সাইফুল ইসলাম রাজু। ছবি: সংগৃহীত

ফেনীতে পুকুরে গোসল করতে নেমে সাইফুল ইসলাম রাজু (২২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১টার দিকে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

রাজু ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল টেকনোলজির প্রথম পর্বের শিক্ষার্থী ছিলেন। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার শফিকুর রহমানের ছেলে।

নিহত শিক্ষার্থীর সহপাঠীরা জানান, দুপুরে মাঠে ফুটবল খেলার পর বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামেন রাজু। তবে সাঁতার না জানায় তিনি পানিতে ডুবে যান। পরে বন্ধুরা তাঁকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন। পুকুরে খোঁজার সময় একজনের পায়ে ধাক্কা লাগলে রাজুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এরপর ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ফেনী পলিটেকনিকের মেকানিক্যাল টেকনোলজির সপ্তম পর্বের শিক্ষার্থী কামরুল ইসলাম বলেন, ‘ক্যাম্পাসেই ছিলাম। হঠাৎ খবর আসে রাজু পানিতে ডুবে গেছে। খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. রায়হান উদ্দিন চৌধুরী জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নিতে বলা হলেও শিক্ষার্থীরা আপত্তি জানান।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামজুজ্জামান বলেন, ‘ফুটবল খেলার পর পুকুরে গোসল করতে নেমে সাঁতার না জানায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হবে।’

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল