হোম > সারা দেশ > বান্দরবান

নাইক্ষংছড়িতে অপহরণের ৩ ঘণ্টা পর যুবককে উদ্ধার

নাইক্ষংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

ফুরকান আহমদ। ছবি: সংগৃহীত

অপহরণের তিন ঘণ্টা পর বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মুমূর্ষু অবস্থায় ফুরকান আহমদ (৩৩) নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। এর আগে আজ মঙ্গলবার উপজেলার একটি রাবার বাগান থেকে তাকে অপহরণ করে একদল অস্ত্রধারী।

ফুরকান আহমদ উপজেলার মঞ্জুর কোম্পানির ১৭ নম্বর রাবার বাগানের সুপারভাইজার।

আলীক্ষ্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিলেত্য চাকমা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে যাওয়ার প্রাক্কালে অপহরণকারী চক্র ভিকটিমকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করা হয়।’

প্রত্যক্ষদর্শী বাগানের শ্রমিক সুলতান আহমদ ও মোহাম্মদ জুবাইর বলেন, আজ সকালে সুপারভাইজার ফুরকান আহমদ প্রতিদিনের মতো মঞ্জুর আহমদ কোম্পানির ১৭ নম্বর বাগানে যায়। এ সময় একদল অস্ত্রধারী তাকে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। তারা বিষয়টি দ্রুত বাগান মালিককে জানান।

মালিক স্থানীয় আলিক্ষ্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জকে অবহিত করেন। এরপরই পুলিশের একটি দল ঘটরার দিকে রওনা দেয়। তখন বেলা ১১ টা। পুলিশ অপহরণকারীদের আস্তানার কাছাকাছি পৌঁছালে ভিকটিমকে ছেড়ে দিয়ে দ্রুত গহিন জঙ্গলের দিকে পালিয়ে যায় অস্ত্রধারীরা।

অপহৃত ফুরকান সুযোগ বুঝে পুলিশ ও শ্রমিকদের কথোপকথনের আওয়াজ শুনে তাদের দিকে ছুটে আসে। পরে পুলিশ এগিয়ে গিয়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাশরুরুল হক বলেন, ‘বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন তারা। ভিকটিম মামলা করলে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’ এ ছাড়া তিনি নিজেও বিষয়টি নিয়ে পদক্ষেপ নেবেন বলে জানান।

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড