হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় মাছ ধরার ৪ ট্রলারডুবি, এখনো নিখোঁজ ১ জেলে

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর হাতিয়ার বঙ্গোপসাগর ও মেঘনা নদীর নিঝুম দ্বীপও সূর্যমুখী এলাকায় মাছ ধরার চারটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ডুবে যাওয়া ট্রলারগুলো থেকে ৫৭ জন জেলেকে জীবিত উদ্ধার করেছেন অন্য জেলেরা। তবে এ ঘটনায় আরিফ হোসেন নামের এক জেলে নিখোঁজ রয়েছেন। সন্ধান মেলেনি ডুবে যাওয়া ট্রলারগুলোর।

এদিকে বুড়িরদোনা ঘাটের একটি ট্রলার সাগরে ইঞ্জিন বিকল হলে কোস্ট গার্ডের সদস্যরা এটিকে উদ্ধার করে নিয়ে আসেন। 

হাতিয়া কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার প্রবীর কুমার ট্রলারডুবির ঘটনা নিশ্চিত করে বলেন, সাগরে একাধিক ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে নিঝুম দ্বীপে দুটি ট্রলারের জেলেদের উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। সূর্যমুখী ঘাটের একটি ট্রলারের ৯ মাঝিমাল্লাকেও উদ্ধার করা হয়েছে। এখানকার আরও একটি ট্রলার উদ্ধার করা হয়। তবে ট্রলারডুবির ঘটনায় এখনো এক জেলের খোঁজ মেলেনি। এ ছাড়া বুড়িরদোনা ঘাটের একটি ট্রলার সাগরে ইঞ্জিন বিকল হলে কোস্ট গার্ডের সদস্যরা গিয়ে উদ্ধার করে নিয়ে আসেন। 

নিখোঁজ আরিফ হোসেন বুডিরচর জোড়খালী গ্রামের খবির উদ্দিনের ছেলে। তিনি সিরাজ ডুবাইর ট্রলারের জেলে ছিলেন।

গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত এসব ট্রলারডুবির ঘটনা ঘটে। সন্ধ্যা পর্যন্ত উদ্ধার করে আনা হয় ডুবে যাওয়া ট্রলারের ৫৭ জন মাঝিমাল্লা ও জেলেকে। 

উল্লেখ্য, লঘুচাপের কারণে ৩ নম্বর সতর্কসংকেত থাকায় হাতিয়ার মেঘনা নদীতে অস্বাভাবিকভাবে জোয়ারের পানি বেড়েছে। প্লাবিত হয়েছে নিঝুম দ্বীপসহ হাতিয়ার বিভিন্ন নিম্নাঞ্চল। হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌচলাচল বন্ধ রাখা হয়েছে।

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী