হোম > সারা দেশ > বান্দরবান

আলীকদম আওয়ামী লীগে এল নতুন মুখ 

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি

দীর্ঘ ৫ বছর পর আলীকদম উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার এ সম্মেলন হয়। এতে সভাপতি পদে জামাল উদ্দিন, সহসভাপতি পদে দুংড়ি মং মারমা ও সাধারণ সম্পাদক পদে অংশেথোয়াই মারমা মনোনীত হয়েছেন।

সম্মেলন উপলক্ষে আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশাল সামিয়ানা তৈরি করে সম্মেলন প্রস্তুতি কমিটি। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

উদ্বোধনী বক্তব্য দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা। এ ছাড়া আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেবী ইসলাম, যুগ্ম সম্পাদক লক্ষ্মীপদ দাশ ও সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর প্রমুখ।

সম্মেলন শেষে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং সভাপতি, সহসভাপতি ও সাধরন সম্পাদকের নাম ঘোষণা করেন। তিনি ৫টা ২০ মিনিটে মাইকে আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছে জামাল উদ্দিন, সহসভাপতি দুংড়ি মং মারমা ও সাধারণ সম্পাদক অংশেথোয়াই মার্মার নাম ঘোষণা দেন।

উল্লেখ্য, বিগত ২০১৮ খ্রিষ্টাব্দের ২৮ ফেব্রুয়ারি আলীকদম উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছিলেন মংব্রাচিং মারমা ও সাধারণ সম্পাদক হন দুংড়ি মং মারমা।

এবার বান্দরবান জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও পার্বত্য মন্ত্রীর যাচাই-বাছাই শেষে আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫