হোম > সারা দেশ > বান্দরবান

আলীকদম আওয়ামী লীগে এল নতুন মুখ 

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি

দীর্ঘ ৫ বছর পর আলীকদম উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার এ সম্মেলন হয়। এতে সভাপতি পদে জামাল উদ্দিন, সহসভাপতি পদে দুংড়ি মং মারমা ও সাধারণ সম্পাদক পদে অংশেথোয়াই মারমা মনোনীত হয়েছেন।

সম্মেলন উপলক্ষে আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশাল সামিয়ানা তৈরি করে সম্মেলন প্রস্তুতি কমিটি। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

উদ্বোধনী বক্তব্য দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা। এ ছাড়া আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেবী ইসলাম, যুগ্ম সম্পাদক লক্ষ্মীপদ দাশ ও সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর প্রমুখ।

সম্মেলন শেষে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং সভাপতি, সহসভাপতি ও সাধরন সম্পাদকের নাম ঘোষণা করেন। তিনি ৫টা ২০ মিনিটে মাইকে আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছে জামাল উদ্দিন, সহসভাপতি দুংড়ি মং মারমা ও সাধারণ সম্পাদক অংশেথোয়াই মার্মার নাম ঘোষণা দেন।

উল্লেখ্য, বিগত ২০১৮ খ্রিষ্টাব্দের ২৮ ফেব্রুয়ারি আলীকদম উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছিলেন মংব্রাচিং মারমা ও সাধারণ সম্পাদক হন দুংড়ি মং মারমা।

এবার বান্দরবান জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও পার্বত্য মন্ত্রীর যাচাই-বাছাই শেষে আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত