হোম > সারা দেশ > কক্সবাজার

চাকরিচ্যুত বিজিবি সদস্য ৩০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

৩০ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে কক্সবাজারের কলাতলী এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়। 

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী মো. আশরাফুল বারী বাঁধন (২৭) চাকরিচ্যুত বিজিবি সদস্য। তিনি নীলফামারী সদর উপজেলার বাসিন্দা। 

কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের কলাতলী ওয়ার্ল্ড বিচ রিসোর্টের পাশে গ্রিন লাইন পরিবহন কাউন্টারের ভেতর কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এই খবরের ভিত্তিতে র‍্যাবের একটি দল সেখানে অভিযান শুরু করে। 

এ সময় র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে পালানোর চেষ্টাকালে মো. আশরাফুল বারী বাঁধনকে গ্রেপ্তার করা হয়। তার কাছে থাকা সেনাবাহিনীর পোশাকের রঙের ব্যাগ তল্লাশি করে ৩০ হাজার ইয়াবা জব্দ করা হয়। গ্রেপ্তার বাঁধন চাকরিচ্যুত বিজিবি সদস্য। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাঁধন দীর্ঘদিন ধরে বিজিবির নকল সিসি বানিয়ে ইয়াবা পাচার করে আসছে। উদ্ধার করা ইয়াবাসহ গ্রেপ্তার ব্যক্তি ও পলাতক আসামির বিরুদ্ধে সদর মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে