চট্টগ্রাম: চট্টগ্রামে আজ শুক্রবার ৯১ হাজার ২০০ ডোজ করোনা টিকা আসছে। তবে এসব টিকা কবে থেকে প্রদান করা হবে এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত জানানো হয়নি।
জানা গেছে, চট্টগ্রামের পাঁচ জেলার জন্য মোট ১ লাখ ১৪ হাজার ডোজ টিকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলার জন্য ৯১ হাজার ২০০ ডোজ, কক্সবাজার জেলার জন্য ১০ হাজার ৮০০ ডোজ, রাঙামাটি জেলার জন্য ৪ হাজার ৮০০ ডোজ, খাগড়াছড়ি জেলার জন্য ৩ হাজার ৬০০ ডোজ এবং বান্দরবান জেলার জন্য ৩ হাজার ৬০০ ডোজ।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি আজকের পত্রিকাকে বলেন, 'আজ আমরা টিকা হাতে পাব। এগুলো সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কোল্ড স্টোরে সংরক্ষণ করা হবে। কবে থেকে টিকা প্রদান করা হবে সেটি পরে জানিয়ে দেওয়া হবে।'