হোম > সারা দেশ > কুমিল্লা

চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, ব্যবসায়ী নিহত 

চৌদ্দগ্রাম প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লাগলে মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবুল (৫২) নামের এক ব্যবসায়ী নিহত হন। গতকাল শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডলি রিসোর্টস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম লোকমান হোসাইন।

নিহত মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া বাতিসা ইউনিয়নের বসন্তপুর দক্ষিণপাড়ার মৃত আব্দুল লতিফের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে চৌদ্দগ্রাম বাজার থেকে মোটরসাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন দেলোয়ার হোসেন ভূঁইয়া। মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে চণ্ডীপুর এলাকায় ডলি রিসোর্টসের উত্তর পাশে পৌঁছালে সামনে থাকা একটি কাভার্ড ভ্যান হঠাৎ দাঁড়িয়ে যায়। তখন মোটরসাইকেলটি কাভার্ড ভ্যানের পেছনে জোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলচালক বাবুল ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করে।

মিয়াবাজার হাইওয়ে থানার ওসি এস এম লোকমান হোসাইন বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক ও হেলপার পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত