হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

নাসিরনগরে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুর থেকে যদুগোপাল পাল (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গোপীনাথ জিউ মন্দিরের পাশের পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধ ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ৭টার দিকে ফান্দাউক গ্রামের বলভদ্র সেতুর কাছে কালী মন্দিরে পরিবারের সদস্যদের নিয়ে যদুগোপাল পাল পূজা দেখতে যান। পূজা দেখা শেষে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরলেও তিনি মন্দিরেই থেকে যান। রাত বেশি হয়ে গেলে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাঁকে মন্দিরে খুঁজতে যান। পরে মঙ্গলবার দুপুরে ফান্দাউক গোপীনাথ জিউ মন্দিরের পাশের পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বৃদ্ধের ছেলে ডা. জগবন্ধু পাল বলেন, ‘পুলিশ খবর পেয়ে বাবার মরদেহ উদ্ধার করে। তবে এ বিষয়ে আমাদের কোনো অভিযোগ নেই।’

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত