নিখোঁজ হওয়ার ৩ দিন পরও উদ্ধার হয়নি নোয়াখালীর জেলার চাটখিলের ৮ম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী। নিখোঁজ ছাত্রী উপজেলার খিলপাড়া ইউনিয়নের। এ ব্যাপারে নিখোঁজ ছাত্রীর মা গত শুক্রবার রাতে চাটখিল থানায় অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়। পরবর্তীতে যথা সময়ে সে বাড়িতে ফিরে না আসায় মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে খোঁজা-খুঁজি করেও তাঁর সন্ধান পায়নি পরিবারের লোকজন। পরিবারের অভিযোগ তাকে অপহরণ করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে উদ্ধারের চেষ্টা চলছে।