হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে মানববন্ধনে এসে ক্ষমা চাইলেন চিহ্নিত মাদক কারবারি

চাঁদপুর প্রতিনিধি

মানববন্ধন চলাকালে মাদক কারবারি খোরশেদ নিজেই হাজির হয়ে তার অপরাধ স্বীকার করে বক্তব্য দেন ও ক্ষমা চান। ছবি: সংগৃহীত

চাঁদপুরের শাহরাস্তির পৌর এলাকায় খোরশেদ নামের চিহ্নিত এক মাদক কারবারির বিরুদ্ধে মানববন্ধন চলার সময় সেখানে উপস্থিত হয়ে অপরাধের এ পথ থেকে ফিরতে এলাকাবাসীর সহায়তা ও ক্ষমা চেয়েছেন ওই মাদক কারবারি । গতকাল শুক্রবার রাত ৮টায় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই এলাকার শীর্ষ মাদক কারবারি খোরশেদ আলম ও তাঁর স্ত্রী রাবেয়া আক্তার রুম্পার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ দীর্ঘদিনের। ইতিপূর্বে তাঁদের বিরুদ্ধে ২৮টি মাদক মামলা হয়েছে। জামিনে এসেই তাঁরা আবার মাদকের কেনাবেচা শুরু করেন। সম্প্রতি তাঁদের বিরুদ্ধে অর্থের লোভ দেখিয়ে কম বয়স্কদের দিয়ে মাদক পরিবহনের অভিযোগ করেন এলাকাবাসী।

প্রতিবাদে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন শুক্রবার রাতে যুবসমাজকে রক্ষায় দাবিতে এলাকার বটতলায় একটি মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে তাঁরা বিষয়টির আইনগত সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপে কামনা করেন।

এই মানববন্ধন চলাকালে মাদক কারবারি খোরশেদ নিজেই হাজির হয়ে তার অপরাধ স্বীকার করে এলাকাবাসীর সহযোগিতা চান।

প্রকাশ্যে এলাকাবাসীর উদ্দেশে খোরশেদ বলেন, ‘আমার বিরুদ্ধে ২৩টি ও আমার স্ত্রীর বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। কিছু হলেই পুলিশ আমাকে ধরে নিয়ে যায়। আমি এ পথ থেকে ফিরে আসতে চাই, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমি আর মাদক বিক্রি করব না।’

এ ছাড়া মাদক কারবারি ওই দম্পতি ভবিষ্যতে এ কারবারে আর যুক্ত হবে না মর্মে স্ট্যাম্পের মাধ্যমে এলাকাবাসীর কাছে অঙ্গীকার করেন।

এলাকাবাসীর মধ্যে মানববন্ধনে বক্তব্য দেন অহিদুর রহমান, হাজী মোহাম্মদ হারুনুর রশিদ, শহীদুল ইসলাম খোকন, তানিউল আলম সাম্মি, সালামুতুল্লাহ সেলিম, আনিছুর রহমান, মিজানুর রহমান, জহিরুল ইসলাম, আরিফ হোসেন প্রমুখ।

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট