হোম > সারা দেশ > ফেনী

পাওয়ার ট্রলিতে গাছ ওঠানোর সময় গাছের চাপায় চালকের মৃত্যু

পরশুরাম (ফেনী) প্রতিনিধি

ফেনীর পরশুরামে পাওয়ার ট্রলিতে গাছ তোলার সময় গাছের চাপায় ট্রলিচালক মো. মিয়া (২৫) ঘটনাস্থলে মারা যান। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের সাতকুচিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

মো. মিয়া উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের পূর্ব সাতকুচিয়া গ্রামের মো. রফিকের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল থেকে বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য জাহিদ হোসেনের বাড়িতে কয়েকজন শ্রমিক গাছ কাটছিলেন। জাহিদ হোসেনের গাছ ট্রলিতে করে বাজারে পৌঁছে দিতে ভাড়ায় চুক্তিবদ্ধ হন মো. মিয়া। দুপুর সাড়ে ১২টার দিকে মো. মিয়া পাওয়ার ট্রলিতে গাছ তুলতে গেলে হঠাৎ গাছ তাঁর ঘাড়ে পড়ে। এতে মারাত্মকভাবে আহত হন তিনি। স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে বক্সমাহমুদ ইউপির সদস্য গোলাম কিবরিয়া মাছুম জানান, ট্রলিতে গাছ তোলার সময় হঠাৎ গাছ তাঁর ঘাড়ে পড়ে। এতে মারাত্মকভাবে আহত হন তিনি। স্থানীয় লোকজন তাঁকে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, তিনি ঘটনাস্থলেই মারা গেছেন।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ হোসেন গাছের চাপায় ট্রলিচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে