হোম > সারা দেশ > ফেনী

পাওয়ার ট্রলিতে গাছ ওঠানোর সময় গাছের চাপায় চালকের মৃত্যু

পরশুরাম (ফেনী) প্রতিনিধি

ফেনীর পরশুরামে পাওয়ার ট্রলিতে গাছ তোলার সময় গাছের চাপায় ট্রলিচালক মো. মিয়া (২৫) ঘটনাস্থলে মারা যান। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের সাতকুচিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

মো. মিয়া উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের পূর্ব সাতকুচিয়া গ্রামের মো. রফিকের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল থেকে বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য জাহিদ হোসেনের বাড়িতে কয়েকজন শ্রমিক গাছ কাটছিলেন। জাহিদ হোসেনের গাছ ট্রলিতে করে বাজারে পৌঁছে দিতে ভাড়ায় চুক্তিবদ্ধ হন মো. মিয়া। দুপুর সাড়ে ১২টার দিকে মো. মিয়া পাওয়ার ট্রলিতে গাছ তুলতে গেলে হঠাৎ গাছ তাঁর ঘাড়ে পড়ে। এতে মারাত্মকভাবে আহত হন তিনি। স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে বক্সমাহমুদ ইউপির সদস্য গোলাম কিবরিয়া মাছুম জানান, ট্রলিতে গাছ তোলার সময় হঠাৎ গাছ তাঁর ঘাড়ে পড়ে। এতে মারাত্মকভাবে আহত হন তিনি। স্থানীয় লোকজন তাঁকে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, তিনি ঘটনাস্থলেই মারা গেছেন।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ হোসেন গাছের চাপায় ট্রলিচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

ফেনীতে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি