হোম > সারা দেশ > ফেনী

পাওয়ার ট্রলিতে গাছ ওঠানোর সময় গাছের চাপায় চালকের মৃত্যু

পরশুরাম (ফেনী) প্রতিনিধি

ফেনীর পরশুরামে পাওয়ার ট্রলিতে গাছ তোলার সময় গাছের চাপায় ট্রলিচালক মো. মিয়া (২৫) ঘটনাস্থলে মারা যান। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের সাতকুচিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

মো. মিয়া উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের পূর্ব সাতকুচিয়া গ্রামের মো. রফিকের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল থেকে বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য জাহিদ হোসেনের বাড়িতে কয়েকজন শ্রমিক গাছ কাটছিলেন। জাহিদ হোসেনের গাছ ট্রলিতে করে বাজারে পৌঁছে দিতে ভাড়ায় চুক্তিবদ্ধ হন মো. মিয়া। দুপুর সাড়ে ১২টার দিকে মো. মিয়া পাওয়ার ট্রলিতে গাছ তুলতে গেলে হঠাৎ গাছ তাঁর ঘাড়ে পড়ে। এতে মারাত্মকভাবে আহত হন তিনি। স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে বক্সমাহমুদ ইউপির সদস্য গোলাম কিবরিয়া মাছুম জানান, ট্রলিতে গাছ তোলার সময় হঠাৎ গাছ তাঁর ঘাড়ে পড়ে। এতে মারাত্মকভাবে আহত হন তিনি। স্থানীয় লোকজন তাঁকে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, তিনি ঘটনাস্থলেই মারা গেছেন।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ হোসেন গাছের চাপায় ট্রলিচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী