চাঁদপুর মতলব উত্তরের মেঘনা নদী থেকে মো. আশিকুর রহমান (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে মোহনপুর নৌপুলিশ। আজ বুধবার দুপুরে মেঘনা নদীর বাহাদুরপুর গ্রাম এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মুনিরুজ্জামান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ বুধবার দুপুর ১২টার দিকে মতলব উত্তরের মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামসংলগ্ন মেঘনা নদীর তীরে ওই যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর দিলে নৌপুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
মোহাম্মদ মুনিরুজ্জামান আরও বলেন, গত ২ মার্চ পারাবত-২ লঞ্চযোগে বরিশাল থেকে ঢাকা যাওয়ার পথে মেঘনা নদীর বাহাদুরপুর নামক স্থানে মো. আশিকুর রহমান নদীতে পড়ে যান। তিনি চাঁদপুর সদরের মধ্য রঘুনাথপুর গ্রামের মৃত শাহ আলমের ছেলে। অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে পাওয়া যায়নি। আজ দুপুরে নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।