হোম > সারা দেশ > কক্সবাজার

‘স্বপ্নে পাওয়া সোনার পাতিল’ নিয়ে দ্বন্দ্ব, ভাতিজার ছুরিকাঘাতে যুবক নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি 

নিহত মোহাম্মদ হোছাইনগীর। ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় ভাতিজার ছুরিকাঘাতে মোহাম্মদ হোছাইনগীর (৩৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলতলা স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ হোছাইনগীর ওই ইউনিয়নের ছনুয়াপাড়া গ্রামের মৃত মোহাম্মদ শরীফের ছেলে। অভিযুক্ত তরুণের নাম মোহাম্মদ ফোরকান কালু (১৮)। তিনি হোছাইনগীরের ভাই মো. হাসানগীরের ছেলে। আহত ব্যক্তির নাম মোহাম্মদ ফরহাদ (২২)। তিনি হোছাইনগীরের ভাই মো. জাহাংগীরের ছেলে।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত মো. ফোরকানের মা হোসনে আরা বেগমের দাবি, তিনি স্বপ্নে স্বর্ণের পাতিল পেয়েছেন। সেই পাতিল হোছাইনগীরের স্ত্রী জুনাইদা বেগম সরিয়ে ফেলেছেন। এ নিয়ে দুই পরিবারে কদিন ধরে ঝগড়া চলছিল।

গতকাল শুক্রবার বিকেলে দুই পরিবারের সদস্যরা কথা-কাটাকাটির একপর্যায়ের মারামারিতে জড়িয়ে পড়ে। তাতে হোছাইনগীরের মেয়ে আহত হয়। পরে সন্ধ্যায় ইউনিয়নের ফুলতলা স্টেশনে হোছাইনগীরকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন ভাতিজা ফোরকান। স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হোছাইনগীরের স্ত্রী জুনাইদা বেগম বলেন, ‘হোসনে আরা বেগম রাতে নাকি স্বপ্নে স্বর্ণের ডেক পেয়েছেন। তা আমি ও আমার স্বামী সরিয়ে রেখেছি বলে কদিন ধরে ঝগড়া করছিল। গতকাল শুক্রবার আমার মেয়ের মাথায় আঘাত করলে গুরুতর জখম হয়। এরপর তর্কাতর্কির জেরে ফোরকান আমার স্বামীকে হত্যা করে।’

এ ব্যাপারে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ফোরকানকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।’

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত