হোম > সারা দেশ > চট্টগ্রাম

শিগগিরই পরীর পাহাড়ে উচ্ছেদে যাচ্ছি: ডিসি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ঐতিহ্যবাহী পরীর পাহাড়ে সরকারি ভবনের বাইরে সাড়ে তিনশ অবৈধ স্থাপনা রয়েছে। সরকারি নির্দেশনায় এসব অবৈধ স্থাপনা খুব শিগগিরই উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। 

মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘শুধু পরীর পাহাড় নয়, চট্টগ্রাম শহরের সব পাহাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সংরক্ষণ করা হবে। আমরা শিগগিরই উচ্ছেদে যাচ্ছি। পরীর পাহাড়কে হেরিটেজ ঘোষণা করা হবে।' 

পরীর পাহাড়ে থাকা জেলা আইনজীবী সমিতির ভবনগুলো উচ্ছেদ করার বিষয়ে প্রশ্ন করা হলে মমিনুর রহমান বলেন, 'পরিবেশ সংরক্ষণ আইন-২০১০ অনুযায়ী কোন পাহাড় বা টিলার ওপর কোনোরূপ স্থাপনা করা যাবে না। আইন সবার জন্য সমান। আমরা শুধু সরকারি নির্দেশনা পালন করছি।' 

মন্ত্রী পরিষদ বিভাগের এক প্রতিবেদনে জানা গেছে, জেলা আইনজীবী সমিতি পাহাড় এবং টিলা কেটে অবৈধভাবে পাঁচটি ঝুঁকিপূর্ণ বহুতল ভবন নির্মাণ করেছে। এ সব স্থাপনাকে পাহাড় ধস, ভূমিকম্প, অগ্নিকাণ্ড ইত্যাদির জন্য অতি ঝুঁকিপূর্ণ স্থাপনা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সম্প্রতি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আবারও সরকারের কোনো সংস্থার অনুমোদন না নিয়ে ‘বঙ্গবন্ধু আইনজীবী ভবন’ ও ‘একুশে আইনজীবী ভবন' নামক দুইটি ১২ তলা বিশিষ্ট ভবন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে। ৬০০টি চেম্বার বরাদ্দের জন্য আইনজীবীদের নিকট থেকে দুই লাখ টাকা করে ১২ কোটি টাকা আদায় করেছে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়। 

এছাড়াও কোর্ট বিল্ডিংয়ে আইনজীবীরা অর্ধশতাধিক অবৈধ ও ঝুঁকিপূর্ণ দোকানপাট, খাবার হোটেল, ছাত্রাবাস, বস্তি ও মুদি দোকান তৈরি করে ভাড়া আদায় করছে এবং এই স্থাপনাটিকে একটি অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত করেছে। 

আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ এনামুল হক আজকের পত্রিকাকে বলেন, 'প্রধানমন্ত্রীর কাছে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আইনজীবী সমিতির সব ভবনই বৈধ। নতুন যে দুটি ভবন হচ্ছে, তার মধ্যে একটি অনুমোদন নেওয়া আছে। অন্যটি অনুমোদনের অপেক্ষায়।' 

পরীর পাহাড় থেকে ডিসির লোকজনই টাকা তোলেন দাবি করে তিনি বলেন, 'অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে কোনো আইনজীবী জড়িত নয়।'   

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ