হোম > সারা দেশ > কক্সবাজার

২৭ কেজির পোয়া বিক্রি হলো ৫ লাখ টাকায়

প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)

কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগর থেকে ২৭ কেজি ওজনের এক বিরল পোয়া মাছ ধরা পড়েছে। কক্সবাজার শহরের মাছ বাজারে সেটি বিক্রি হয়েছে ৫ লাখ টাকার বেশি দামে। 

জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ শনিবার ভোরে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়ার বঙ্গোপসাগর থেকে স্থানীয় শাহ আলমের মালিকানাধীন ট্রলারে মাছ ধরতে যান জেলেরা। সকাল ১০টার দিকে শাহপরীর দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে ওই জেলেদের জালে অন্যান্য মাছের সঙ্গে ধরা পড়ে বিশালাকৃতির পোয়া মাছ। জেলেরা এটিকে বলেন কালো পোয়া। 

জেলেরা জানান, লিঙ্গ ভেদে মাছটির দাম কম–বেশি হয়। পুরুষ মাছের দাম বেশি হয়। তাই লিঙ্গ নিশ্চিত করার জন্য তাঁরা মাছটি কক্সবাজারে নিয়ে আসেন। 

ট্রলারের মালিক শাহ আলম বলেন, দাম বেশি পাওয়ার জন্য ৮৫ কিলোমিটার দূরে জেলা শহরে নিয়ে যাওয়া হয় মাছটি। সন্ধ্যার দিকে সিরাজ নামে এক মাছ ব্যবসায়ী ২০ হাজার টাকা কেজি দরে মাছটি কিনে নিয়েছেন। সে হিসাবে মাছের দাম পড়ে ৫ লাখ ৪০ হাজার টাকা। তাঁকে ১০ হাজার টাকা কম দিয়েছেন সিরাজ। 

স্থানীয় ইউপি সদস্য ফজলু এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। 

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, পোয়া মাছ কয়েক প্রজাতির রয়েছে। তবে যে পোয়া মাছের ফদনা (পটকা বা বায়ুথলি) রয়েছে, ওই মাছের দাম বেশি।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত