হোম > সারা দেশ > চট্টগ্রাম

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মো. সাজ্জাদ (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।  

গতকাল সোমবার রাতে উপজেলার বারৈয়ারঢালা সড়কের হাইদচকিয়া ফরেস্টার দোকানের রাস্তায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মো. হোসেন নামে আরও একজন আহত হয়।

জানা যায়, নিহত সাজ্জাদ উপজেলার হাইদচকিয়া গ্রামের দরজিবাড়ির মো. বাবুলের ছেলে এবং আহত হোসেন উপজেলার আজিমপুর গ্রামের মো. বদি সওদাগরের ছেলে। 

এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা বলেন, তিনজনের চলন্ত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি টিনবাহী ভ্যানগাড়ির সঙ্গে ধাক্কা লাগলে আরোহীরা রাস্তায় ছিটকে পড়ে। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদকে মৃত ঘোষণা করেন। পরে হোসেনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে হোসেন হাসপাতালে চিকিৎসাধীন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই পুলিশের একটি দল সেখানে পৌঁছায়। আহতদের উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। একজনের মৃত্যুর খবর পেয়েছি।' 

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট