দেশে অন্যায়-অবিচার চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। পার্বত্য চট্টগ্রামে অন্যায়-অবিচার চলছে। দ্রব্যমূল্য বৃদ্ধিতে দেশের মানুষ না খেয়ে আছে বলেও অভিযোগ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
আজ শনিবার সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে রাঙামাটি জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দুদু এই বক্তব্য দেন। তিনি বলেন, খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে অন্যায়-অবিচার করা হচ্ছে। তারেক রহমানের বিরুদ্ধে প্রতিদিন একটি মামলা দেওয়া হয়।
খালেদা জিয়া ৯ বছর আন্দোলন না করলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হতো না। কিন্তু সেই খালেদা জিয়ার সঙ্গে কী অন্যায় যে করছে সরকার।
শাহ আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রথম অধিবেশনে আরও বক্তব্য দেন বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহসাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার ও হারুনুর রশিদ, রাঙামাটির সাবেক সাংসদ মনি স্বপন দেওয়ান প্রমুখ।