হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাইয়ে পিডিবি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাইয়ে পারিবারিক কলহের জেরে ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে পিডিবির কর্মকর্তা নিয়াজ মোর্শেদ (৩৬) নামে একজন আত্মহত্যা করেছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান। 

মৃত নিয়াজ মোর্শেদ কাপ্তাই পানিবিদ্যুৎকেন্দ্রের পুরসংরক্ষণ বিভাগ অফিসের অধীন ডাইভারশন চ্যানেলে সাহায্যকারী পদে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মহানগর এলাকার বাসিন্দা।  নিয়াজ মোর্শেদ ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে বাংলা কলোনিতে থাকতেন। 

ওই ওয়ার্ডের ইউপি সদস্য দুলাল মল্লিক বলেন, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন পিডিবির কর্মকর্তা। পরে তাঁকে বিদ্যুৎকেন্দ্রের অ্যাম্বুলেন্সে করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নিয়াজ মোর্শেদকে মৃত ঘোষণা করেন। 

কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি বলেন, আজ সকাল ১০টা ১০ মিনিটে ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। মৃতের গলায় দাগ রয়েছে।  

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে