হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাইয়ে পিডিবি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাইয়ে পারিবারিক কলহের জেরে ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে পিডিবির কর্মকর্তা নিয়াজ মোর্শেদ (৩৬) নামে একজন আত্মহত্যা করেছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান। 

মৃত নিয়াজ মোর্শেদ কাপ্তাই পানিবিদ্যুৎকেন্দ্রের পুরসংরক্ষণ বিভাগ অফিসের অধীন ডাইভারশন চ্যানেলে সাহায্যকারী পদে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মহানগর এলাকার বাসিন্দা।  নিয়াজ মোর্শেদ ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে বাংলা কলোনিতে থাকতেন। 

ওই ওয়ার্ডের ইউপি সদস্য দুলাল মল্লিক বলেন, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন পিডিবির কর্মকর্তা। পরে তাঁকে বিদ্যুৎকেন্দ্রের অ্যাম্বুলেন্সে করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নিয়াজ মোর্শেদকে মৃত ঘোষণা করেন। 

কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি বলেন, আজ সকাল ১০টা ১০ মিনিটে ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। মৃতের গলায় দাগ রয়েছে।  

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২