হোম > সারা দেশ > নোয়াখালী

কোম্পানীগঞ্জে ১০ দিনে ৩টি বাল্যবিবাহ পণ্ড করল প্রশাসন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জের এক কিশোরীর বাল্যবিবাহ পণ্ড করে দিল উপজেলা প্রশাসন। এ নিয়ে গত ১০ দিনে চরহাজারী ইউনিয়নে ৩টি বাল্যবিবাহ পণ্ড করেছে প্রশাসন। আজ বৃহস্পতিবার সকালে এই তথ্য নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল হক মীর। 

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল বুধবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার চরহাজারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের এক বিয়ে বাড়িতে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। অভিযান চালিয়ে বাল্যবিবাহের সকল আয়োজন পণ্ড করে দেয় উপজেলা প্রশাসন। 

এ ছাড়া উপজেলা প্রশাসন গত ২১ নভেম্বর একই ইউনিয়নে সংখ্যালঘু সম্প্রদায়ের এক স্কুলছাত্রী এবং ২৪ নভেম্বর আরেক স্কুলছাত্রীর বাল্যবিবাহ পণ্ড করে। 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম বলেন, 'বুধবার (১ ডিসেম্বর) দুপুরে চরহাজারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাল্যবিবাহের আয়োজনের খবর জানতে পারেন। খবর পেয়ে দ্রুত সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলামকে পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে পাঠান। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কন্যার মা-বাবাকে জিজ্ঞাসাবাদ করলে তারা প্রথমে কন্যার বয়স ১৮ বছর দাবি করেন। এরপর মেয়ের বয়স প্রমাণে জন্মসনদ দেখতে চাইলে তারা জন্মসনদের একটি ফটোকপি দেখান। পরবর্তীতে সেটি ভুয়া প্রমাণিত হয়। 

কারণ তাদের দেখানো জন্ম সনদটির সত্যতা যাচাইয়ে চরহাজারী ইউনিয়ন পরিষদে যোগাযোগ করলে জানা যায়, ইউনিয়ন পরিষদের রেজিস্ট্রারে রেকর্ড অনুযায়ী মেয়ের বয়স ১৫ বছর ৪ মাস ২৫ দিন। এরপর মেয়েকে বাল্যবিবাহ দিচ্ছেন বলে স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক কনের বাবাকে বাল্যবিবাহ নিরোধ আইনে ৩ হাজার টাকা অর্থদণ্ড করে। একই সঙ্গে বরপক্ষকে ফোন করে বাল্যবিয়েতে আসতে নিষেধ করেন। পরে কনের মা ১৮ বছর আগে তার মেয়েকে বিয়ে দেবেন না এই মর্মে মুচলেকা দিয়ে ছাড়া পান। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন কোম্পানীগঞ্জ থানার পুলিশ।' 

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু