লক্ষ্মীপুরে একটি একনলা বন্দুক, চার রাউন্ড গুলি, দুটি সিগন্যাল মর্টার সেল ফায়ারসহ নুর নবী নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার ভোররাতে সদর উপজেলার মান্দারী এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক নুরনবী একই এলাকার মোহাম্মদনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
ডিবি পুলিশ জানায়, নুরনবী অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের জন্য মান্দারী এলাকায় অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে মান্দারী এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর সময় তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক, চার রাউন্ড গুলি, দুটি সিগন্যাল মর্টার সেল ফায়ার ও বিয়ার উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার ওসি শাহাদাত হোসেন টিটো জানান, আটক নুর নবী একজন অস্ত্র ব্যবসায়ী। তিনি পুলিশের তালিকাভুক্ত অস্ত্র ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে অস্ত্র বেচাকেনা করে আসছিলেন। নুরনবীর সঙ্গে আরও অনেকে জড়িত আছেন। তাঁদের চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান চলছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।