হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এর আগে সন্ধ্যায় উপজেলার গঙ্গাসাগর-আখাউড়া সড়কের মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত সখিনা বেগম (৬৫) ওই এলাকার সুবহান মিয়ার স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার উপপরিদর্শক জাকির হোসেন।

জাকির হোসেন জানান, বুধবার সন্ধ্যায় সখিনা বেগম সড়কের পাশ দিয়ে হেঁটে গঙ্গাসাগর থেকে আখাউড়া সদরের দিকে যাচ্ছিলেন। পথে সড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাঁকে চাপা দেয়। 

গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে সখিনা মারা যান। 

তিনি আরও জানান, মোটরসাইকেলটি ওই এলাকার আশিক উদ্দিন দেওয়ান নামের এক যুবক চালাচ্ছিলেন। তাঁকেও আমরা খুঁজে বের করার চেষ্টা করছি।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। চালক আশিক উদ্দিনকে আটকের চেষ্টা চলছে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল