হোমনায় বিদ্যুতায়িত হয়ে মো. ইয়াছিন (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। আজ শনিবার হোমনা থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠিয়েছে।
সে উপজেলার দৌলতপুর গ্রামের আবদুর রহমানের ছেলে।
নিহতের সহকর্মীরা জানান, ইয়াছিন গতকাল শুক্রবার তার গ্রামের পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার গঙ্গানগর গ্রামে কাঠমিস্ত্রির কাজ করতে যায়। সেখানে রানদা দেওয়ার জন্য ঘরের বিদ্যুতের সকেটের সুইচ দিতে গিয়ে সে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহিদ উল্লাহ বলেন, হাসপাতালে আনার আগেই বিদ্যুতায়িত হয়ে ছেলেটির মৃত্যু হয়েছে।
হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য আজ শনিবার কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।