পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাফফর আহম্মদ চৌধুরী টিপু মারা গেছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোর ছয়টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ২ ছেলে, ভাই-বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মোজাফফর আহমদ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও এবং ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক। তিনি পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বক্কর চৌধুরীর ছেলে।
সোমবার বিকেল ৪টায় চট্টগ্রামের লালদিঘী জামে মসজিদে প্রথম জানাজা, বিকেল ৫টায় পটিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা এবং রাত সাড়ে ৭টায় নিজ গ্রামের বাড়ি পটিয়ার আশিয়া ইউনিয়নের বাথুয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিকভাবে তাঁকে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, পটিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক এনাম প্রমুখ।