হোম > সারা দেশ > কুমিল্লা

তরুণীকে ব্ল্যাকমেল করে ধর্ষণ, গ্রেপ্তার ১ 

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার হোমনায় আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভাতিজিকে ধর্ষণের অভিযোগ উঠেছে দূরসম্পর্কের চাচা বশির প্রধানের (৩৫) বিরুদ্ধে। গতকাল রোববার তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বশির প্রধানের ভাই নাছির প্রধান ও আল-আমিনকে আটক করা হয়েছে। বশির প্রধান উপজেলার বাগসিতারামপুর গ্রামের রোকন উদ্দিন প্রধানের (রুক্কু মেম্বার) ছেলে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বশির প্রধান ওই তরুণীর সম্পর্কে চাচা হন। তরুণীর বাবা বিদেশে থাকায় মাঝেমধ্যে তাঁদের পরিবারের দেখাশোনা করতেন বশির প্রধান। গত ১৫ জানুয়ারি মেয়েটিকে একা পেয়ে তাঁর আপত্তিকর ভিডিও মোবাইলে ধারণ করেন বশির প্রধান। এরপর ব্ল্যাকমেল করে ২২ জানুয়ারি মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করা হয়। বশির প্রধানের কারণে ওই মেয়ের সংসারও টেকেনি। কারণ আপত্তিকর ভিডিও তিনি তরুণীর স্বামীর মোবাইল ফোনেও পাঠান। শুধু ধর্ষণই নয় ওই মেয়ের পরিবারকে নানান হুমকি-ধমকিও দেন বশির প্রধান ও তাঁর ভাই নাছির প্রধান ও আল-আমিন। এসব ঘটনায় গতকাল রোববার বশির প্রধানের বিরুদ্ধে মামলা হয়।

এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাতেই ঘটনার মূল হোতা চাচা বশির প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির