হোম > সারা দেশ > কুমিল্লা

তরুণীকে ব্ল্যাকমেল করে ধর্ষণ, গ্রেপ্তার ১ 

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার হোমনায় আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভাতিজিকে ধর্ষণের অভিযোগ উঠেছে দূরসম্পর্কের চাচা বশির প্রধানের (৩৫) বিরুদ্ধে। গতকাল রোববার তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বশির প্রধানের ভাই নাছির প্রধান ও আল-আমিনকে আটক করা হয়েছে। বশির প্রধান উপজেলার বাগসিতারামপুর গ্রামের রোকন উদ্দিন প্রধানের (রুক্কু মেম্বার) ছেলে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বশির প্রধান ওই তরুণীর সম্পর্কে চাচা হন। তরুণীর বাবা বিদেশে থাকায় মাঝেমধ্যে তাঁদের পরিবারের দেখাশোনা করতেন বশির প্রধান। গত ১৫ জানুয়ারি মেয়েটিকে একা পেয়ে তাঁর আপত্তিকর ভিডিও মোবাইলে ধারণ করেন বশির প্রধান। এরপর ব্ল্যাকমেল করে ২২ জানুয়ারি মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করা হয়। বশির প্রধানের কারণে ওই মেয়ের সংসারও টেকেনি। কারণ আপত্তিকর ভিডিও তিনি তরুণীর স্বামীর মোবাইল ফোনেও পাঠান। শুধু ধর্ষণই নয় ওই মেয়ের পরিবারকে নানান হুমকি-ধমকিও দেন বশির প্রধান ও তাঁর ভাই নাছির প্রধান ও আল-আমিন। এসব ঘটনায় গতকাল রোববার বশির প্রধানের বিরুদ্ধে মামলা হয়।

এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাতেই ঘটনার মূল হোতা চাচা বশির প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির