হোম > সারা দেশ > বান্দরবান

‘পাহাড়ে সন্ত্রাস নির্মূলে ভূমিকা রাখছে মুরং সম্প্রদায়’

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের আলীকদমে মুরং সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে আলীকদম সরকারি উচ্চবিদ্যালয় মাঠে মুরং জনগোষ্ঠীর নারী-পুরুষ এবং ছাত্রছাত্রীদের নিয়ে এ সম্মেলন হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের কমান্ডার লে. কর্নেল মনজুরুল হাসান। 

এ সময় মনজুরুল হাসান বলেন, মুরং সম্প্রদায় সেনাবাহিনীদের সঙ্গে থেকে পাহাড়ে সন্ত্রাস নির্মূলে নানাভাবে ভূমিকা রাখছে। তাঁরা মুরং বাহিনী গঠন করে বিচ্ছিন্নতাবাদীদের মুখোমুখি হয়ে পাহাড়ের শান্তি বজায় রাখছে। 

তিনি আরও বলেন, সেনাবাহিনী ম্রো জনগোষ্ঠী ও তাঁদের ছেলেমেয়েদের লেখাপড়া সুযোগ তৈরি করে দিয়েছে। মুরং সম্প্রদায়ের জন্য আলাদা হোস্টেল তৈরি করা হয়েছে। এ ছাড়া চিকিৎসাসেবা এবং ম্রো জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান সৃষ্টি করছে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলীকদম ৩১ বীর জোন কমান্ডার লে. কর্নেল সাব্বির হাসান, আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম, লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুস্তাফা কামাল,  লামা পৌরসভার মেয়র জহির উদ্দিন প্রমুখ। 

আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম বলেন, আশির দশকের দিকে আলীকদম উপজেলায় সশস্ত্র শান্তি বাহিনীর তৎপরতায় জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছিল। বাহিনীর চাঁদাবাজি, গুম, হত্যাকাণ্ড ও ধর্ষণের কারণে পার্বত্য এলাকা আতঙ্কের রাজ্যে পরিণত হয়েছিল। সে সময় সেনাবাহিনীর সশস্ত্র অভিযানে সন্ত্রাসী শান্তি বাহিনীকে নির্মূল করতে মুরং বাহিনী কাজ করেছিল। 

এদিকে মুরং সম্মেলন ও মতবিনিময় সভায় মুরং জনগোষ্ঠীর মাঝে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ ছাড়া মুরং ছাত্র-ছাত্রীদের স্কুল ব্যাগ ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। মুরং জনগোষ্ঠীর ছেলে-মেয়েদের অংশগ্রহণ এবং স্থানীয় শিল্পীগোষ্ঠীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মেলন শেষ হয়। 

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে