হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

নবীনগরে পুকুরে ভাসছিল ৪ মাসের শিশুর মরদেহ, মা কারাগারে

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুর থেকে চার মাস বয়সী শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় তার মাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। ওই নারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। 

এ ঘটনায় আজ রোববার নিহত শিশুটির চাচা বাদী হয়ে নবীনগর থানায় মামলা দায়ের করলে ওই নারীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। গতকাল শনিবার শিশুটির মরদেহ উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীকে থানায় নেয় পুলিশ। 

গতকাল শনিবার সকালে উপজেলার বিদ্যাকুট গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করেন স্থানীয়রা। 

নিহত শিশুটির নাম—হাজেরা। সে বিদ্যাকুট গ্রামের প্রবাসী অলিউল্লাহ ও রোমা বেগমের মেয়ে। এ ঘটনায় কারাগারে রয়েছেন রোমা বেগম। 

এ ঘটনায় সন্তানকে হত্যার পর পুকুরের পানিতে মরদেহ ফেলে দেওয়ার অভিযোগে মামলা করেছেন নিহত শিশুর চাচা দেলোয়ার হোসেন। 

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম এ বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘পুকুরের পানিতে শিশুর ভাসমান লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার মাকে আটক করা হয়। প্রাথমিকভাবে হত্যার বিষয়টি স্বীকার করেছেন শিশুটির মা রুমা বেগম।’ 

তিনি আরও বলেন, ‘পরে ওই নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ