হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ: আবাসিক হলে তল্লাশি, ৫ বহিরাগত আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর গতকাল শুক্রবার রাতে দুটি আবাসিক হলে তল্লাশি অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। এ সময় হল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার ও পাঁচজন বহিরাগতকে আটক করা হয়। 

গতকাল শুক্রবার রাত ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত শাহজালাল ও শাহ আমানত হলে এই অভিযান চালানো হয়। এ সময় প্রক্টরিয়াল বডির সঙ্গে হল প্রভোস্ট ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা পুলিশের সহযোগিতায় দুটি হলে তল্লাশি চালিয়েছি। সেখানে কয়েকটি কক্ষ থেকে হকিস্টিক, রামদা, লোহার রড, পাইপ, লাঠিসোঁটা, পাথর উদ্ধার করা হয়েছে। ডিবি পুলিশ পাঁচজন বহিরাগতকে আটক করেছে। তাঁদের থানায় নেওয়া হয়েছে। আমরা এখনো তাঁদের পরিচয় নিশ্চিত হইনি।’ 

শাহজালাল হলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী সিক্সটি নাইন গ্রুপের কর্মীরা অবস্থান করেন। অন্যদিকে শাহ আমানত হলে শাখা ছাত্রলীগের সহসভাপতি মির্জা খবীর সাদাফ খানের অনুসারী সিএফসি গ্রুপের একাংশের নেতা-কর্মীরা অবস্থান করেন। এই হল থেকে পাঁচ বহিরাগতকে আটক করা হয়। 

এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার শাখা ছাত্রলীগের উপগ্রুপ সিক্সটি নাইন ও সিএফসি গ্রুপের কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় উভয় গ্রুপের নেতা-কর্মীদের হাতে ধারালো অস্ত্র দেখা যায়।

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে