হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ: আবাসিক হলে তল্লাশি, ৫ বহিরাগত আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর গতকাল শুক্রবার রাতে দুটি আবাসিক হলে তল্লাশি অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। এ সময় হল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার ও পাঁচজন বহিরাগতকে আটক করা হয়। 

গতকাল শুক্রবার রাত ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত শাহজালাল ও শাহ আমানত হলে এই অভিযান চালানো হয়। এ সময় প্রক্টরিয়াল বডির সঙ্গে হল প্রভোস্ট ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা পুলিশের সহযোগিতায় দুটি হলে তল্লাশি চালিয়েছি। সেখানে কয়েকটি কক্ষ থেকে হকিস্টিক, রামদা, লোহার রড, পাইপ, লাঠিসোঁটা, পাথর উদ্ধার করা হয়েছে। ডিবি পুলিশ পাঁচজন বহিরাগতকে আটক করেছে। তাঁদের থানায় নেওয়া হয়েছে। আমরা এখনো তাঁদের পরিচয় নিশ্চিত হইনি।’ 

শাহজালাল হলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী সিক্সটি নাইন গ্রুপের কর্মীরা অবস্থান করেন। অন্যদিকে শাহ আমানত হলে শাখা ছাত্রলীগের সহসভাপতি মির্জা খবীর সাদাফ খানের অনুসারী সিএফসি গ্রুপের একাংশের নেতা-কর্মীরা অবস্থান করেন। এই হল থেকে পাঁচ বহিরাগতকে আটক করা হয়। 

এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার শাখা ছাত্রলীগের উপগ্রুপ সিক্সটি নাইন ও সিএফসি গ্রুপের কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় উভয় গ্রুপের নেতা-কর্মীদের হাতে ধারালো অস্ত্র দেখা যায়।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল