হোম > সারা দেশ > ফেনী

ইউপি নির্বাচনে ভোটের লড়াইয়ে আপন ২ ভাই

পরশুরাম (ফেনী) প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী হয়েছেন আপন দুই ভাই। নির্বাচিত হতে দুজনেই মাঠে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। বড় ভাই বর্তমান মেম্বার আবু বক্কর ছিদ্দিক চৌধুরী মোরগ প্রতীক আর ছোট ভাই মনির হোসেন চৌধুরী তালা প্রতীক বরাদ্দ পেয়েছেন। 

আবু বক্কর ছিদ্দিক ও মনির হোসেন উপজেলার মির্জানগর ইউনিয়নের পুর্বসাহেবনগর গ্রামের মৃত অলিউর রহমানের ছেলে। জয়লাভের ব্যাপারে দুই ভাই-ই আশাবাদী। কিন্তু প্রচার প্রচারণায় শেষ নয়, তারা একজন আরেকজনের বিরুদ্ধেও প্রচারণা চালাচ্ছেন। 

একই ওয়ার্ডে আপন দুই ভাই ভোটযুদ্ধে নামায় কাকে রেখে কাকে ভোট দেবেন এ নিয়ে বেশ বিপাকে রয়েছেন ভোটাররাও। 

জানা যায়, বড় ভাই আবু বক্কর ছিদ্দিক গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে পাঁচ বছর দায়িত্ব পালন করছেন। এবারের নির্বাচনেও আবু আহমেদ ইউপি সদস্য হিসাবে প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করে। গত ১২ নভেম্বর (শুক্রবার) রিটার্নিং অফিসারের কাছ থেকে মোরগ প্রতীক বরাদ্দ পেয়ে নিজ এলাকায় প্রচার প্রচারণা শুরু করেন। 

এদিকে তাঁর আপন ছোট ভাই মনির হোসেনও ইউপি সদস্য প্রার্থী হয়েছেন। মনির হোসেনের প্রতীক হচ্ছে তালা। দুজনেই প্রতীক নিয়ে জোরেশোরেই প্রচারণা চালাচ্ছেন ওয়ার্ডবাসীর দ্বারে দ্বারে। এ ছাড়া এই ওয়ার্ডে এবার ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও ৬ প্রার্থী। 

স্থানীয়রা জানান ৬ নম্বর ওয়ার্ডটি গদানগর, পূর্ব সাহেব নগর, জঙ্গলঘোনা এই তিনটি গ্রাম নিয়ে গঠিত। এর মধ্যে ২ হাজার ১১৪ জন ভোটার রয়েছেন। 

ইউপি সদস্য প্রার্থী বড়ভাই আবু বক্কর ছিদ্দিক বলেন, গত পাঁচ বছর আমি দায়িত্ব পালন করছি। এবারও আমার ওয়ার্ডের জনগণ আশা করি আমাকে নির্বাচিত করবে। তিনি আরও জানান, এবারের নির্বাচনে আমার ছোট ভাই মনির হোসেনও প্রার্থী হয়েছেন। তার ইচ্ছে হয়েছে সে প্রার্থী হয়েছে। এখন পছন্দ হলে আমাকে ভোটাররা ভোট দেবেন, না হয় তাঁকে দেবে। 

ইউপি সদস্য প্রার্থী মনির হোসেন বলেন, 'আমার আত্মীয়স্বজন এবং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিরা চান আমি নির্বাচন করি। সবাই নির্বাচন করার জন্য উদ্বুদ্ধ করছেন আমাকে। আমি নির্বাচিত হলে ইনশা আল্লাহ। আমার ওয়ার্ডকে মাদকমুক্ত করে অসমাপ্ত কাজ সমাপ্ত করব। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।' 
 
পরশুরাম উপজেলা নির্বাচন কার্যালয়ের ডাটা অ্যান্টি অপারেটর শিশির চন্দ্র নাথ জানান, একটি ওয়ার্ডে আপন দুই প্রার্থী হয়েছেন। তাঁরা প্রতীক বরাদ্দ পেয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন। 

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর