হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে সাধারণ শিক্ষার্থীদের গ্রাফিতি ও দেয়াল লেখন 

ফেনী প্রতিনিধি

‘শিক্ষা ও ছাত্রলীগ একসাথে চলবে না’, ‘রাষ্ট্র সংস্কার চাই’, ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি’ এমন প্রতিবাদী স্লোগান–গ্রাফিতি ও দেয়াল লিখন ফেনীর বিভিন্ন পয়েন্টে দেখা গেছে। 

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার প্রতিবাদে আজ রোববার ফেনীতে গ্রাফিতি ও দেয়াল লিখনের এ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। 

গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তি, গুম হওয়া শিক্ষার্থীদের ফিরিয়ে দেওয়া এবং দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ কর্মসূচি ঘোষণা করে। 

ফেনীতে দুপুর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শহরের ইসলামপুর রোড, তাকিয়া রোড ও পশ্চিম উকিল পাড়া এলাকার বিভিন্ন দেয়ালে প্রতিবাদ স্লোগান লেখেন। 

তানিশা নামে ফেনী সরকারি কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের যৌক্তিক দাবির আন্দোলনে যেভাবে অতর্কিত হামলা ও গুলিবর্ষণ হয়েছে তা অবর্ণনীয়। সারা দেশের ন্যায় ফেনীতেও আমাদের ওপর ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা হামলা করেছে। এসবের প্রতিবাদে আমাদের এ কর্মসূচি।’ 

স্নেহা নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘কোটা আন্দোলন ঘিরে দায়ের করা সব মামলা প্রত্যাহার ও আটক শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি দাবি করছি। প্রতিবাদ হিসেবে আজকে আমরা গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি পালন করেছি।’

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির