হোম > সারা দেশ > কুমিল্লা

লাকসামে ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষিকা নিহত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার লাকসামে ট্রেনে কাটা পড়ে রওশন বিনতে শফি নামের (৪০) এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে লাকসাম-নোয়াখালী রেললাইনের লাকসাম পৌর ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস (আপ-৭১১) ট্রেনটি ওই স্থান অতিক্রম করার সময় রওশন ট্রেনে কাটা পড়েন। চার মাস আগে দ্বিতীয় স্বামীর সঙ্গে তালাকের পর থেকে তিনি হতাশায় ভুগছিলেন। রওশন নাথেরপেটুয়া এলাকার শফিকুল ইসলামের মেয়ে। তিনি লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক ছিলেন। ছেলেমেয়েকে নিয়ে তিনি উত্তর লাকসাম এলাকায় বসবাস করতেন।

নোয়াখালী রেলগেটের গেটম্যান মাহফুজুর রহমান বলেন, ‘ট্রেন আসার সময় গেট নামানোর পর গেটের অদূরে দেখি এক মহিলা ট্রেনের নিচে শুয়ে পড়েন। এতে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।’

লাকসাম রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, ট্রেনে কাটা পড়ে নিহতের মাথা ও হাত বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির