কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ আবদুল্লাহ (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে ইনানী ‘বে ওয়াচ’ ও ‘সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা’র মাঝামাঝি সৈকতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ আবদুল্লাহ বাংলাদেশ সেনা কর্মকর্তার ছেলে বলে জানা গেছে। সে ঢাকার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র এবং চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ বেলা ১১টার দিকে আবদুল্লাহ তার তিন ভাইবোনের (কাজিন) সঙ্গে সৈকতে গোসল করতে নামে। একপর্যায়ে তিনজন উঠে এলেও আবদুল্লাহ নিখোঁজ হয়। তারা সি পার্ল বিচ রিসোর্টে উঠেছিল।
পুলিশ সুপার আরও বলেন, নিখোঁজ আবদুল্লাহকে উদ্ধারে ট্যুরিস্ট পুলিশ কাজ শুরু করেছে। এরই মধ্যে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডকে খবর দেওয়া হয়েছে।