ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালী অভিমুখী উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় ট্রেনের এসি বগির দুটি জানালার গ্লাস ভেঙে গেছে। তবে জানালা দুটির পাশে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে সোনাইমুড়ীতে এ হামলার ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে নোয়াখালীর উদ্দেশে ছেড়ে আসে আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি। রাতে লাকসাম হয়ে এটি নোয়াখালীর সোনাইমুড়ী স্টেশন অতিক্রমের পর আকস্মিক ট্রেনে পাথর ও কাঠের টুকরা ছুড়ে মারতে থাকে একদল দুর্বৃত্ত। এ সময় ট্রেনের শীততাপনিয়ন্ত্রিত ‘ক’ বগির দুটি জানালার গ্লাস ভেঙে চুরমার হয়ে যায়। এ সময় জানালার পাশে কোনো যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।