হোম > সারা দেশ > নোয়াখালী

৬৯ দিন পর রোববার খুলছে নোবিপ্রবি 

নোয়াখালী প্রতিনিধি

৬৯ দিন বন্ধ থাকার পর রোববার (৮ সেপ্টেম্বর) শুরু হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) একাডেমিক কার্যক্রম। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) তামজিদ হোসাইন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) একাডেমিক কার্যক্রম (ক্লাস এবং পরীক্ষা) ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খুলে দেওয়া হয়েছে। আবাসিক শিক্ষার্থীদের যত দ্রুত সম্ভব হলে ওঠার নির্দেশ দেওয়া হয়েছে। 

এর আগে ২৬ জুন থেকে সর্বজনীন পেনশন ‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবিতে শিক্ষকেরা আন্দোলন শুরু করে এবং ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করেন। পাশাপাশি আল্টিমেটাম দিয়ে কর্মকর্তা–কর্মচারীরা সর্বাত্মক কর্মবিরতি শুরু করলে স্থবির হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিকসহ সকল কার্যক্রম। 

একই মাসে কোটা সংস্কার আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। পরে তা রূপ নেয় সরকার পতনের আন্দোলনে যা ৫ আগস্ট পর্যন্ত স্থায়ী হয়। ৭ আগস্ট থেকে উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ এবং রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা এবং শাটডাউন ঘোষণা করে। এরপর ১৯ আগস্টের দিকে শুরু হয় ভয়াবহ বন্যা। ফলে দীর্ঘ দুই মাসের বেশি সময় একাডেমিক কার্যক্রম বন্ধ থাকে। 

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার থেকে নোবিপ্রবিতে ক্লাস শুরু হবে। পরীক্ষার বিষয়ে স্ব স্ব ডিপার্টমেন্ট শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।’

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি