হোম > সারা দেশ > বান্দরবান

চিম্বুক পাহাড়ে নির্মাণাধীন রিসোর্টের কার্যক্রম বন্ধের দাবি বাসিন্দাদের

রাঙামাটি ও বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের চিম্বুকের নাইতং পাহাড়ে পাঁচ তারকা হোটেল নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতা নিরসনে গঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় কমিটির তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছেন চিম্বুক পাড়াবাসী। এ ছাড়া হোটেল নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদকারীদের বিরুদ্ধে হয়রানি বন্ধ, ম্যারিয়ট হোটেল ও রিসোর্ট প্রকল্পটি অবিলম্বে বাতিল করার দাবিও তাঁদের। 

সোমবার সকালে পাড়াবাসীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের নভেম্বর থেকে নাইতং পাহাড়ে 'ম্যারিয়ট হোটেল অ্যান্ড রিসোর্টস' নামে একটি পাঁচতারকা হোটেল নির্মাণ শুরু হয়। এটি বাতিলের জন্য পাড়াবাসী দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্ন আন্দোলন চালিয়ে আসছে।

এরই মধ্যে, গত ২০ ও ২১ মার্চ রাঙামাটি সংসদীয় আসনের সংসদ সদস্য দীপঙ্কর তালুকদারের নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সাব-কমিটি-১-এর একটি তদন্ত দল সরেজমিনে যথাক্রমে নাইতং পাহাড়, বান্দরবান জেলা পরিষদ কার্যালয়ে চিম্বুক পাহাড়বাসীর প্রতিনিধিদের সঙ্গে বিদ্যমান ইস্যু নিয়ে আলোচনা করেছেন। 

তদন্তের পাঁচ মাস হয়ে গেলেও তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি। এদিকে হোটেলের অবকাঠামো নির্মাণকাজ অব্যাহত রয়েছে। নিরাপত্তা বাহিনী ম্রোদের গ্রামে এসে তল্লাশি চালাচ্ছে। সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার মিথ্যা অভিযোগে গ্রামবাসীদের হয়রানি করছে। অন্যায়ভাবে একজনকে মারধর করেছে। এ ছাড়া সিকদার গ্রুপের পক্ষ থেকে কয়েকজন গ্রামবাসীর বিরুদ্ধে ভাঙচুর এবং মারামারির অভিযোগে হয়রানিমূলক জিডি করা হয়েছে। পুলিশের লোক মাঝেমধ্যে পাড়ায় এসে তালিকাভুক্তদের খোঁজে। বিজ্ঞপ্তিতে এসব হয়রানি বন্ধ, তদন্ত প্রতিবেদন প্রকাশসহ ম্যারিয়ট হোটেল ও বিনোদন পার্ক প্রকল্পটি অবিলম্বে বাতিলের দাবি করা হয়। 

প্রসঙ্গত, গত বছর নভেম্বরে চিম্বুক পাহাড়ে আর অ্যান্ড আর হোল্ডিংস ও সেনাবাহিনীর 'ম্যারিয়ট হোটেল অ্যান্ড রিসোর্টস' নামে একটি পাঁচতারকা হোটেলের নির্মাণকাজ শুরু করে। এতে সেখানে বসবাস করা ম্রোদের শত বছরের বংশানুক্রমিক জীবিকার ক্ষেত্র থেকে উচ্ছেদের আশঙ্কা দেখা দেয়। একে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল ম্রোরা। এ আন্দোলন জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে সাড়া ফেলে। 

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার