হোম > সারা দেশ > নোয়াখালী

কোম্পানীগঞ্জে মধ্যরাতে আগুনে পুড়ল ১০ দোকান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মধ্যরাতে আগুনে পুড়ে গেছে ১০টি দোকান। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের এলাহী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল রাত ৩টার দিকে দুটি দোকানে প্রথমে আগুনের ধোঁয়া দেখতে পান স্থানীয় লোকজন। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

রেজাউল নামে ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী বলেন, ‘অনেক কষ্ট করে দোকানটি দাঁড় করিয়েছিলাম। কিন্তু আগুনে আমার সবকিছু কেড়ে নিয়ে গেল।’ তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ক্ষতির পরিমাণ প্রায় ৩০-৩৫ লাখ টাকা বলে দাবি করেছেন একাধিক ব্যবসায়ী। 

চরএলাহী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এসব ব্যবসায়ীরা ক্ষতি পূরণে জন্য সরকারি সহায়তা দাবি করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। 

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জামিন মিয়া জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ শর্টসার্কিট থেকে বলে ধারণা করা হচ্ছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবা উল আলম ভূঁইয়া বলেন, ‘বিষয়টি জেনে রাতেই ঘটনাস্থলে পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সরকারিভাবে সর্বাত্মক সহায়তার চেষ্টা করা হবে।’

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে