হোম > সারা দেশ > চট্টগ্রাম

লোহাগাড়ায় অভিযানে অবৈধভাবে উত্তোলিত ১ লাখ ১০ হাজার ঘনফুট বালু জব্দ

লোহাগাড়া (চট্টগ্রাম)  প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি সাতগড় এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১১টি বালু স্তূপের মোট ১ লাখ ১০ হাজার ঘনফুট বালু জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে উত্তোলিত বালু স্তূপে লাল পতাকা টাঙানো হয়।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান। এ সময় টের পেয়ে বালুখেকোরা পালিয়ে যান।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় লাম্বাশিয়া এলাকা হতে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে বালু উত্তোলনে দায়ে ১ লাখ ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয় এবং ১১ টি বালুর স্তূপে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়। অভিযানে কাউকে পাওয়া যায়নি।  

তিনি আরও বলেন, এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা যাবে না। বালু উত্তোলনকারীরা যতই শক্তিশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। 

অভিযানের সময় লোহাগাড়া উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি