চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি সাতগড় এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১১টি বালু স্তূপের মোট ১ লাখ ১০ হাজার ঘনফুট বালু জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে উত্তোলিত বালু স্তূপে লাল পতাকা টাঙানো হয়।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান। এ সময় টের পেয়ে বালুখেকোরা পালিয়ে যান।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় লাম্বাশিয়া এলাকা হতে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে বালু উত্তোলনে দায়ে ১ লাখ ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয় এবং ১১ টি বালুর স্তূপে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়। অভিযানে কাউকে পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা যাবে না। বালু উত্তোলনকারীরা যতই শক্তিশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না।
অভিযানের সময় লোহাগাড়া উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।