হোম > সারা দেশ > চট্টগ্রাম

লোহাগাড়ায় অভিযানে অবৈধভাবে উত্তোলিত ১ লাখ ১০ হাজার ঘনফুট বালু জব্দ

লোহাগাড়া (চট্টগ্রাম)  প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি সাতগড় এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১১টি বালু স্তূপের মোট ১ লাখ ১০ হাজার ঘনফুট বালু জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে উত্তোলিত বালু স্তূপে লাল পতাকা টাঙানো হয়।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান। এ সময় টের পেয়ে বালুখেকোরা পালিয়ে যান।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় লাম্বাশিয়া এলাকা হতে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে বালু উত্তোলনে দায়ে ১ লাখ ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয় এবং ১১ টি বালুর স্তূপে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়। অভিযানে কাউকে পাওয়া যায়নি।  

তিনি আরও বলেন, এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা যাবে না। বালু উত্তোলনকারীরা যতই শক্তিশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। 

অভিযানের সময় লোহাগাড়া উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ