হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় কর্ণফুলীতে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

প্রতিনিধি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নিখোঁজ হওয়া স্কুল শিক্ষার্থী ইমন দাশের (১৭) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ সোমবার সকালে উপজেলার তালতলা ঘাট এলাকার মাঝ নদী থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত ইমন দাশ শিলক ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণপাড়া গ্রামের রতন দাশের ছেলে এবং পশ্চিম শিলক বেদৌরা আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

ইমনের প্রতিবেশী রবিউল মোস্তফা জানান, গতকাল রোববার দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে। পরে অনেক খোঁজাখুঁজির পর শিলক তালতলা ঘাটের মাঝ নদী থেকে ইমনের লাশ উদ্ধার করা হয়। ইমন তিন ভাইয়ের মধ্যে সবার ছোট বলেও জানান তিনি।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুর রহমান বলেন, গতকাল রোববার দুপুর ১২টার দিকে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নামে ইমন। এ সময় পানির স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় সে। পরে খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের নেতৃত্বে চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুপুর দুই টা থেকে সন্ধ্যা সাত টা পর্যন্ত খোঁজাখুঁজি করলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।

জাহেদুর রহমান আরও বলেন, আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে ডুবুরি দল আবারও উদ্ধার কাজে নামে। পরে আধা ঘণ্টা পরে ইমনের লাশ উদ্ধার করেন তাঁরা।

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত