হোম > সারা দেশ > চট্টগ্রাম

পতেঙ্গায় মব তৈরি করে পুলিশকে মারধরের ঘটনায় জড়িত সবাই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুলিশের ওপর হামলার ঘটনায় শনিবারে গ্রেপ্তার হওয়া ১০ জন। ছবি: আজকের পত্রিকা

মব তৈরি করে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলীকে মারধরের ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরীর পতেঙ্গা আউটার রিং রোডে চেকপোস্টে এই পুলিশ সদস্যকে মারধরের এ ঘটনা ঘটে। সৈকত এলাকায় টহলরত পতেঙ্গা থানা-পুলিশের একটি দল ও স্থানীয়রা উপপরিদর্শক ইউসুফ আলীকে উদ্ধার করে।

ঘটনার দিন মবে জড়িত দুজনকে পুলিশে দেয় স্থানীয়রা। গত শনিবার রাতভর অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত আরও ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। সব মিলিয়ে এ ঘটনায় জড়িত সবাইকে (১২ জন) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক সেবন ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।

২৮ ফেব্রুয়ারি রাত ১১টায় নগরের পতেঙ্গা সমুদ্রসৈকতের চরপাড়া ঘাটের কাছে গাঁজা সেবনে বাধা দেওয়ার জেরে এসআই ইউসুফ আলীকে পরিকল্পিত ‘মব’ তৈরি করে মারধর করেন গ্রেপ্তা ব্যক্তিরা। তাঁর মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়াকিটকি ছিনিয়ে নেন।

এ ঘটনায় পতেঙ্গা থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই মর্মে সবাইকে সতর্ক করা হচ্ছে, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। মবের প্রতিটি ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার করতে সরকার বদ্ধপরিকর।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ