হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে আগুনে পুড়েছে ১৬ দোকান

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে আগুনে পুড়েছে ১৬ দোকান। ছবি: সংগৃহীত

নোয়াখালীতে আগুনে ১৬টি দোকান পুড়ে গেছে। গতকাল শনিবার রাতে সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের মন্নাননগর বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। তাতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ও সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, গতকাল রাত ১টার দিকে একটি চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে বাজারের ব্যবসায়ীদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। মাইজদী ও সুবর্ণচর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই একটি কাপড়ের দোকান, তিনটি চায়ের দোকান, একটি মুরগির দোকান, তিনটি মুদি দোকানসহ ১৬টি দোকান পুড়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে মাইজদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল কাদের বলেন, ধারণা করা হচ্ছে, চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ও সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা