হোম > সারা দেশ > কুমিল্লা

মোহনপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মিঠু

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মো. শাহাদাৎ হোসেন মিঠু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ময়নাল হোসেন চেয়ারম্যান ৩ ভোটের ব্যবধানে হেরেছেন। নির্বাচনে ৪ জন অভিভাবক প্রতিনিধি, ১ জন সংরক্ষিত মহিলা প্রতিনিধি ৩ জন শিক্ষক প্রতিনিধি ও ১ জন দাতা সদস্য সরাসরি ভোট প্রয়োগ করেন।

গতকাল শনিবার সকালে বিদ্যালয়ের সভাকক্ষে নির্বাচনে প্রিসাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী আবদুল ওয়াহিদ মো. সালেহর সভাপতিত্বে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সবচেয়ে বেশি ভোট পেয়ে মিঠু তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হন। আগামী মার্চ থেকে তিনি দায়িত্ব পালন করবেন বলে বিদ্যালয় সূত্রে জানা গেছে।

এর আগে গত সোমবার অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে মো. মিজানুর রহমান ৫৫৩ ভোট, আবুল কালাম (কালা) ৫১০ ভোট, মো. জহিরুল ইসলাম ৪৪৫ ভোট এবং ৩৯৪ ভোট পেয়ে মো. নুরুল ইসলাম অভিভাবক সদস্য নির্বাচিত হোন। এছাড়া ৪১৯ ভোট পেয়ে রহিমা বেগম সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হয়।

নবনির্বাচিত সভাপতি শাহাদাৎ হোসেন মিঠু বলেন, মোহনপুর উচ্চবিদ্যালয় কুমিল্লা অঞ্চলের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে দীর্ঘদিন আমার বাবা প্রধান শিক্ষকের পদে দায়িত্ব পালন করেছেন। তিনি এখন আর আমাদের মাঝে নেই। এখানে আমার বাবার অনেক স্মৃতি জড়িত। আমি আমার বাবাকে যেভাবে সম্মান করতাম এ প্রতিষ্ঠানকেও আমি সেভাবে যত্নে রাখব। এ প্রতিষ্ঠানের লেখাপড়ার মান উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নের স্বার্থে কাজ করব।

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি